ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নৌপথে কোনো অরাজকতা চলবে না: উপদেষ্টা সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
নৌপথে কোনো অরাজকতা চলবে না: উপদেষ্টা সাখাওয়াত নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনসহ অন্যরা

বরিশাল: নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বরিশালের উপজেলাভিত্তিক লঞ্চঘাটগুলোকে গুরুত্ব সহকারে আরও বেশি আধুনিকায়ন করা হবে। যাতে নৌপথে যাত্রী সাধারণের চলাচলে কোনো প্রকার অসুবিধায় পড়তে না হয়।

রোববার (১৯ জানুয়ারি) সকালে বরিশাল জেলার হিজলা লঞ্চঘাটে বিআরডব্লিউটিপি-১ প্রকল্পের আওতায় প্রক্রিয়াধীন হিজলা ল্যান্ডিং স্টেশন নির্মাণ কার্যক্রম এবং মুলাদী উপজেলার বিআইডব্লিউটিএ’র নবসৃষ্ট ঘোষের চর লঞ্চঘাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।  

উপদেষ্টা বলেন, বরিশাল অঞ্চলের লঞ্চঘাট এলাকায় নৌপথে কোনো অরাজকতা চলবে না, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সত্য হলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা যতই সেতু তৈরি করি না কেন, নৌ পরিবহনের গুরুত্ব অনেক বেশি। এক সময় আমরা নৌ পরিবহনের ওপর নির্ভর ছিলাম। তাই বর্তমানে যারা প্রাইভেট নৌ পরিবহন চালান, তাদের খেয়াল রাখতে হবে যাত্রীরা যাতে হয়রানি না হন। পাশাপাশি নৌ পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে যদি অতিরিক্ত ভাড়া আদায় করা হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক আরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, বরিশালের নৌ-পুলিশ সুপার এস এম নাজমুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক প্রমুখ।

এদিকে হিজলার কৃতি সন্তান নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষেরচর লঞ্চঘাটে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ রিয়াজের নামে একটি পল্টুন উদ্বোধন করেন। পাশাপাশি তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নিরসনের আশ্বাস দেন। এর আগে তিনি ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ রিয়াজের কবর জিয়ারত করেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।