ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় পোশাকশ্রমিক নিহত

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
আশুলিয়ায় বাসচাপায় পোশাকশ্রমিক নিহত

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বাসচাপায় শিলা রানী (২৭) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।  

রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।

শিলা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাসিন্দা। তিনি নরসিংহপুর এলাকায় স্বামী রঞ্জনের সঙ্গে ভাড়া বাসায় থেকে নরসিংহপুর বাংলাবাজারে একটি পোশাক কারখানায় ফিনিশিং বিভাগে অপারেটর হিসেবে কাজ করতেন। প্রাথমিকভাবে আটক বাসচালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে কারখানা ছুটি হলে বাংলাবাজার থেকে নরসিংহপুর বাসস্ট্যান্ডে আসেন শিলা। পরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।