ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ২ পিস্তলসহ আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
ভোলায় ২ পিস্তলসহ আটক ৬ আটক ছয়জন

ভোলা: ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি দুটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ ছয়জনকে আটক করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকে দিনভর পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- রাসেল (৪৪), পাভেল বিশ্বান (৪৮), গৌতম বনিক (৪৫), লিটন (৫২), মাহবুব (৩০) ও পারুল বেগম (৪০) সবাই ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের পেয়ে রোববার মধ্যরাত ১টা থেকে দুপুর ১২ পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলাকর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে ভোলার সদরের মুন্সিরচর, উকিলপাড়া, মুসলিমপাড়া এবং গুইঙ্গারহাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযান পরিচালনাকালে বিদেশি দুটি পিস্তল, ১০ রাউন্ড তাজা গোলা, একটি চায়নিজ কুড়াল, একটি চাপাতি, একটি ডেগার, একটি হকিস্টিক, একটি খুর, দুটি দেশীয় অস্ত্র, ১৬৬ বোতল ফেনসিডিল, ১২০টি ইয়াবা ট্যাবলেট, দেড় কেজি গাঁজা, দুটি টি ল্যাপটপ, একটি পাসপোর্ট, দুটি পেনড্রাইভ, দুটি ড্রাইভিং লাইসেন্স ও ৪ লাখ ৬২ হাজার টাকাসহ ছয়জন মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।