ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গার কুমারী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
চুয়াডাঙ্গার কুমারী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কুপিয়ে জখম আহত মাহাবুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি নেতা কুমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাবুবুর রহমান মহাবুল ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।  

শনিবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে পৌর শহরের তাঁতি শেডের পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহত মহাবুলকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টার দিকে আলমডাঙ্গার তাঁতি শেডের কাছে দাঁড়িয়েছিলেন মহাবুল। এসময় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্তরা এস তাকে কুপিয়ে জখম করে। কে বা কারা এবং কী কারণে এ হামলার ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, পেছন দিক থেকে কে বা কারা তাকে কুপিয়েছে। চিকিৎসার পর তিনি ফিরে এসে লিখিত অভিযোগ দেবেন। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত সে ব্যাপারে নিশ্চিত হতে পুলিশ মাঠে নেমেছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের হাড়গাড়ি গ্রামের মহাবুবুর রহমান মহাবুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক। বেশ কয়েকবার মেম্বার (ইউপি সদস্য) নির্বাচিত হয়েছেন মহাবুল। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুকে সেনাবাহিনী আটক করে। নানা অপকর্মের কারণে তিনি অপসারিত হলে মহাবুলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।