ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
নগরকান্দায় ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০ প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ফুলসতি ইউনিয়নের শলিথা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

সংঘর্ষে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত কয়েকজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।  

স্থানীয়রা ও পুলিশ জানান, সলিথা মাদরাসায় শুক্রবার রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মিরাকান্দা ও সলিথা গ্রামবাসীর মধ্যে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনার পর শুক্রবার রাতেই দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের পুনরায় সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বাংলানিউজকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে শুক্রবার রাতে ও শনিবার সকালে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ সময় আমিসহ চারজন পুলিশ সদস্য আহত হই। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।