ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
কুমিল্লা মহানগর আ.লীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার কবিরুল ইসলাম সিকদার

কুমিল্লা: কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৭ জানুয়ারি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, শুক্রবার ভোরে সেনাবাহিনীর সদস্যরা কবিরুল ইসলাম সিকদারকে থানায় হস্তান্তর করেছে।  

এর আগে রাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলি এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় কবির সিকদার বাড়িতেই ছিলেন। তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়।

যৌথবাহিনীর সূত্রে জানা গেছে, কবির সিকদারের গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল।  

সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। এছাড়া আসন্ন ১৮ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত হরতাল সফল করতে তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন বলে জানা গেছে। গ্রেপ্তার কবির শিকদারের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।  

কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে গ্রেপ্তার কবির শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।