ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা, ৪ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
বগুড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা, ৪ লাখ টাকা ছিনতাই

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে শাজাহান আলী (৪৬) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা করে তার চার লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে নন্দীগ্রাম থানার শরানগাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

শাজাহান আলী নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মুরালদিঘী গ্রামের মৃত আকবর আলী মণ্ডলের ছেলে।

তিনি বৃহস্পতিবার রাতে কুমিড়া পন্ডিতপুকুর বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন।  

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শাজাহান আলী কুমিড়া পন্ডিত পুকুর বাজারে ব্যবসা করেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে শরানগাড়ি নামক স্থানে তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করেন। এরপর গলায় রাম দা’ দিয়ে আঘাত করে তাকে হত্যার চেষ্টা করেন তারা। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তার কাছে থাকা চার লাখ টাকা নিয়ে পালিয়ে যান। পরে শাজাহান আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দুর্বৃত্তদের ফেলে যাওয়া ২০ হাজার টাকা, একটি রাম দা’ ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মোবাইল ফোনের সূত্র ধরে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। রাতেই তাদের বাড়িতে অভিযান চালানো হলেও তাদের পাওয়া যায়নি।  

তিনি আরও বলেন, ব্যবসায়ী শাজাহান আলীর গলায় আঘাত থাকার কারণে তিনি কথা বলতে পারছেন না। সুস্থ হলে কত টাকা খোয়া গেছে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।