ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
নীলফামারীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

নীলফামারী: নীলফামারী জেলা সদরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।  রোববার (১২ জানুয়ারি) বিকেলে নীলফামারী সদরের কুন্দুপুকুর সড়কের শালহাটির চিকাসাহা এলাকায় এ দুঘটনা ঘটে।

 

নিহত মিলন ইসলাম (১৮) সদর উপজেলার পূর্বসুটিপাড়া মহল্লার খায়রুল ইসলামের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। তারা চিকিৎসাধীন রয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সড়কে উভয় দিক দিয়ে আসা দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় পথচারী ও গ্রামবাসী তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করে। ওই পাঁচজন মোটরসাইকেল আরোহীর মধ্যে মিলন হাসপাতালে নেওয়ার পথের মধ্যে মৃত্যুবরণ করেন। অন্যান্য আহত ৪ জন আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।