যশোর: যশোর যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে নিরাপদে ভারতে পার করে দেওয়ার অভিযোগ প্রচার করে আলোচনায় আসা বিতর্কিত এসকেন্দার আলী জনি এবার নতুন বিতর্কের জন্ম দিলেন।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করেন জামায়াতে ইসলামী আমিরের বাড়ি থেকে সন্ত্রাসী দুর্নীতিবাজ নিক্সন চৌধুরী আটক।
মুহূর্তেই জনির এই পোস্ট ভাইরাল হয়ে যায়। অনেকে এর সূত্র ধরে কোনোরকম তথ্য-উপাত্ত ছাড়াই একই তথ্য প্রচার করেন নিজেদের ফেসবুক পেজে। যা নিয়ে দুপুর থেকেই নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। বিশেষ করে নিক্সন চৌধুরীর আটকের খবরটিতে তোলপাড় শুরু হয়।
এদিকে, ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, নিক্সন চৌধুরীর আটকের ঘটনাটি ভুয়া। তাকে আটকের দাবি করে যে ছবি প্রকাশ করা হয়েছে তা মূলত কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লাহর আটকের ছবি সম্পাদিত করা। আসল ছবিতে নিক্সন চৌধুরীর মুখের অংশ যুক্ত করে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক বিতর্কিত এসকেন্দার আলী জনি একধাপ এগিয়ে নিক্সন ছবির আটকের ওই ভুয়া ছবি প্রচার করে দাবি করেছেন তাকে আটক করা হয়েছে জামায়াতে ইসলামীর আমিরের বাড়ি থেকে। যা নিয়ে যশোরের রাজনীতিতেও তোলপাড় শুরু হয়েছে।
যদিও এসকেন্দার আলী জনির ওই পোস্টে অনেকে সন্দেহ প্রকাশ করে মন্তব্য করেছেন।
এদিকে, ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যশোর জেলা জামায়াতে ইসলামী।
দলের জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস বলেছেন, এটা অনৈতিক ও অপরাধ। জামায়াতে ইসলামীর আমির দেশের একজন সম্মানিত রাজনীতিক ও নাগরিক। তাকে জড়িয়ে এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এসকেন্দার আলী জনি ব্যাপকভাবে আলোচনায় আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতে নিরাপদে পাচার করে দেওয়ার একটি ভুয়া তথ্য প্রচার করায়। গত ৭ জানুয়ারি ফেসবুক লাইভে এসে জনি ওই দাবি করে বলেছিলেন, ওবায়দুল কাদেরকে ভারতে পাচার করে দিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা।
ওই মন্তব্যের পর জনিকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। জানা যায়, তিনি নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে জেলা যুবদল থেকে বহিষ্কৃত। এই কারণে তিনি একের পর এক সংগঠনের নেতাদের বিরুদ্ধে ফেসবুকে বিষোদ্গার করে আসছেন। তারই ধারাবাহিকতায় রানাকে নিয়ে ওই ভুয়া পোস্ট দিয়েছিলেন।
এদিকে, ফেসবুকে ওবায়দুল কাদেরকে ভারতে পাঠানোর সাথে যুবদল জেলা সাধারণ সম্পাদকের যুক্ত থাকার ভুয়া তথ্য প্রচারের দায়ে জনির বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলাম। তিনি সাইবার নিরাপত্তা আইনে মামলা গ্রহণের দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এ ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এসএএইচ