ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার তেরো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহাদেবপুরের দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিক হোসেনের ছেলে ফারদিন হোসেন (১৮) এবং অন্যজন পাশের শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান (২০)।  

জানা গেছে, মঙ্গলবার ভোরে নওগাঁ থেকে একটি মোটরসাইকেল যোগে ফারদিন ও রেজুয়ান মহাদেবপুরে ফিরছিলেন। পথে তেরো মাইল এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকের সঙ্গে তাদের সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। আর গুরুতর আহতাবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজুয়ানের মৃত্যু হয়।  

এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফারদিনের নিহত হয়েছেন। আর রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজুয়ান মারা গেছেন বলে শোনা যাচ্ছে, তবে এখনও বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এসআরএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।