ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ট্রাক্টারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
সুন্দরগঞ্জে ট্রাক্টারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের ধাক্কায় রাজ হোসেন (১৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

রোববার (৫ জানুয়ারি) সকালে সুন্দরগঞ্জ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাজ চুয়াডাঙ্গা জেলার দামুলহুদা থানার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আব্দুল হাকিম মিয়ার ছেলে। তিনি পেশায় একজন চুল ব্যবসায়ী ছিলেন। রাজ দীর্ঘদিন ধরে বামনডাঙ্গা ইউনিয়নে বাসা ভাড়া নিয়ে চুলের ব্যবসা করে আসছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ট্রাক্টরটি পালিয়ে যাওয়ায় চালক ও তার সহযোগীকে (হেলপার) আটক করা সম্ভব হয়নি।  

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে সুন্দরগঞ্জ থেকে রংপুরে যাচ্ছিলেন রাজ। তিনি শ্মশান ঘাট এলাকায় পৌঁছালে একটি মহেন্দ্র ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন রাজ।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।