ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপির মিছিলে গুলি করা ডিবির সেই কনক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
বিএনপির মিছিলে গুলি করা ডিবির সেই কনক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে গুলি চালিয়ে যুবদল নেতা শাওন হত্যার ঘটনায় তৎকালীন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমালোচিত উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা বিমানবন্দরে নিজ কর্মস্থল থেকে কনককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামি মাহফুজুর রহমান কনককে গতকাল রাত ১১টায় তার ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। শহরের দুই নল রেলগেট এলাকায় র‍্যালিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে চায়নিজ রাইফেলের গুলিতে যুবদলের নেতা শাওন নিহত হন।

এ ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কনককে চাইনিজ রাইফেল হাতে গুলি চালাতে দেখা গেছে বলে অভিযোগ করেছিলেন। গুলি করার বেশ কয়েকটি ছবিও সেসময় গণমাধ্যমে এসেছিল।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
এমআরপি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।