ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
টাঙ্গাইলে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে অব্যাহতি ফাইল ফটো

টাঙ্গাইল: টাঙ্গাইলে ম‌হেরা পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রে প্রশিক্ষণরত ১৪ কন‌স্টেবল‌কে শৃঙ্খলা ভ‌ঙ্গের অভিযো‌গে অব‌্যাহ‌তি দেওয়া হ‌য়েছে।

বৃহস্প‌তিবার (২ জানুয়া‌রি) টাঙ্গ‌াইলে পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষ‌রিত আদে‌শে ওই ১৪ কন‌স্টেবল‌কে অব‌্যাহ‌তি প্রদান করা হয়।

আদে‌শে বলা হ‌য়ে‌ছে, শৃঙ্খলা ভঙ্গের কারণে ২ জানুয়া‌রি বিকেল থেকে প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এদি‌কে অব‌্যাহ‌তি পাওয়া প্রশিক্ষণরত কন‌স্টেবলরা রা‌তেই ট্রেনিং সেন্টার ত‌্যাগ ক‌রে যার যার বা‌ড়ি‌তে রওনা হ‌য়েছে ব‌লে সূ‌ত্রে জানা গে‌ছে।

ম‌হেড়া পু‌লিশ ট্রেনিং সেন্টার সূ‌ত্রে জানা গে‌ছে, গত ২৪ জুন থে‌কে ৫৪তম ব‌্যা‌চের টাঙ্গাইলের ম‌হেড়া‌ পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রে ৭৯৩ জ‌নের ৬ মাস মেয়া‌দি মৌ‌লিক প্রশিক্ষণ শুরু হয়। এদের ম‌ধ্যে ৬ জন অসুস্থ‌ হওয়ায় তা‌দের বা‌দ দেওয়া হয়। পরব‌র্তীতে ৭৮৭ জন কন‌স্টেবল প্রশিক্ষণ নি‌চ্ছে‌লেন। ১৯ ডি‌সেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠা‌ন হওয়ার কথা থাক‌লেও সে‌টির তা‌রিখ বা‌তিল ক‌রে ১২ জানুয়া‌রি করা হয়।

অ‌্যা‌ডিশনাল ডিআইজি মাহফুজা আক্তারের স্বাক্ষ‌রিত বাতিল হওয়া কুচকাওয়াজের চি‌ঠি‌তে বলা হয়, গত ২৪ জুন থে‌কে ৫৪তম ব্যাচের টাঙ্গাইলের ম‌হেড়া‌ পু‌লিশ ট্রেনিং সেন্টারে ৭৯৩ জ‌নের ৬ মাস মেয়া‌দি মৌ‌লিক প্রশিক্ষণ শুরু হয়। এদের মধ্যে ৬ জন অসুস্থ হওয়ায় তা‌দের বাদ দেওয়া হয়। বাকি ৭৮৭ জন কনস্টেবল প্রশিক্ষণ নি‌চ্ছে‌লেন। ১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সে‌টির তা‌রিখ বা‌তিল ক‌রে ১২ জানুয়া‌রি করা হয়।

অব‌্যাহ‌তি পাওয়া কন‌স্টেবলরা জানান, ১৯১‌ দিন প্রশিক্ষণ হ‌য়ে‌ছে। ৭৮৭ কন‌স্টেবলের প্রশিক্ষণ হ‌য়েছে। পা‌সিং প‌্যা‌রেড হওয়ার কথা থাক‌লে সে‌টির তা‌রিখও প‌রিবর্তন করা হ‌য়েছে। আজ‌কে হঠাৎ ক‌রে অব‌্যাহ‌তির চি‌ঠি দেওয়া হয়। শৃঙ্খলা ভ‌ঙ্গের কোনো কাজ না ক‌রেও আমা‌দের চা‌ক‌রি থে‌কে অব‌্যাহ‌তি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকা‌রের সময় নি‌য়োগ হওয়ায় অব‌্যাহ‌তি দেওয়া হ‌য়েছে।  

ম‌হেড়া পু‌লিশ ট্রেনিং সেন্টারের পু‌লিশ সুপার সা‌হেদ মিয়া বলেন, এ বিষ‌য়ে পুলিশ হেডকোয়ার্টার্স ছাড়া আমরা কোনো বক্তব‌্য‌ দি‌তে পার‌বো না।

এ বিষ‌য়ে টাঙ্গ‌াইলের ম‌হেড়া পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের সঙ্গে মোবাইলে বারবার যোগা‌যোগ করা হ‌লে তি‌নি রি‌সিভ ক‌রেন‌নি।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।