ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, জরিমানা আড়াই লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, জরিমানা আড়াই লাখ টাকা নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আকস্মিক অভিযান

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আকস্মিক অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমান আদায় করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে তিতাসের ফতুল্লা জোনাল অফিসের আওতাধীন ওই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে ফতুল্লার ভূইগড় এলাকার আনিকা ওয়াশিং প্ল্যান্টের ০১টি ৩০০ কেজি বয়লার, ০৪টি ড্রায়ার, রাকি স্পেশাল চানাচুর ফ্যাক্টরির বার বার্ণার, স্টার বার্নার, এন এস ওয়াশিং প্ল্যান্টের ০৪টি ড্রায়ার, সূচি প্রিমিয়াম বেকারীর ০৪টি ওভেন, ০১টি টানেল ও ১টি স্টার বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন উচ্ছেদ করা হয়।

ওই ৪টি স্পটে মোট ৬ হাজার ৪৪৫ ঘনফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি প্রতিষ্ঠান থেকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।