ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

থার্টি ফার্স্ট নাইটে খিচুড়ি খাওয়া নিয়ে দ্বন্দ্ব, গুলিবিদ্ধ ১

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে খিচুড়ি খাওয়া নিয়ে দ্বন্দ্ব, গুলিবিদ্ধ ১ আকাশ সরকার

সাভার, (ঢাকা): ঢাকার ধামরাইয়ে থার্টি ফার্স্ট নাইটে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে আকাশ সরকার নামের এক তরুণকে গুলি করে আহত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহতকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ধামরাই থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম মনির।  

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের একটি মাঠে এ ঘটনা ঘটে।  

গুলিবিদ্ধ আকাশ ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের অতুল সরকারের ছেলে। তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।  

পুলিশ জানায়, ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নে থার্টি ফার্স্ট নাইটে খিচুড়ি খাওয়া ও ব্যাটমিন্টন খেলার আয়োজন করে স্থানীয় যুবকরা। পাশে গান-বাজনার ব্যবস্থাও করা হয়। এ সময় খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে আকাশের সাথে কয়েকজনের দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে সেখানে আকাশকে কেউ একজন গুলি করে।

ভুক্তভোগীর বাবা অতুল সরকার বাংলানিউজকে বলেন, রাতে আমার ছেলে রোয়াইল ইউনিয়নের একটি মাঠে বন্ধুদের সাথে ব্যাটমিন্টন খেলতে যায়। এ সময় রাব্বি নামের একজনের সাথে আকাশের দ্বন্দ্ব হয়। পর রাত সাড়ে ১১টার দিকে আকাশকে গুলি করেন রাব্বি। রাব্বির বাবার নাম দুর্জন সরকার। খবর পেয়ে আমরা আমার ছেলেকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করি।

এ ব্যাপারে ধামরাই থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম মনির বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে ধামরাই থানা পুলিশের একটি টিম তদন্তে গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।