ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের ‘পরিবহন ধর্মঘট’ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের ‘পরিবহন ধর্মঘট’ 

সিলেট: সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।  

রোববার (২৯ ডিসেম্বর) সিলেটের জকিগঞ্জে একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেন সংগঠনের নেতারা।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বলেন, বাস চালকরা অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে বাস ভাঙচুর করা ও পোড়ানো সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা এর বিচার চাই। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসচালক জকিগঞ্জ থানায় মামলা দায়েরের আবেদন করেছেন।

তিনি বলেন, আমাদের অন্তত চারটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত না করায় মঙ্গলবার সকাল থেকে পুরো সিলেট জেলায় কর্মবিরতি পালন করা হবে। বাকি পরিবহন শ্রমিক সংগঠনগুলোও আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবে।

রোববার (২৯ ডিসেম্বর) সিলেটের জকিগঞ্জে বাস চাপায় আবির আহমদ (১৪) নামের এক কিশোর রাস্তা পার হতে গিয়ে চলন্ত বাসের নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কিশোর জকিগঞ্জের গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজর নবম শ্রেণির ছাত্র এবং বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের একমাত্র ছেলে।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।