ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে প্রবেশ: নেওয়া হচ্ছে অস্থায়ী পাসের আবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
সচিবালয়ে প্রবেশ: নেওয়া হচ্ছে অস্থায়ী পাসের আবেদন সচিবালয়ে ঢোকার পাস নিতে আবেদন করছেন আগ্রহীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সব বেসরকারি প্রবেশ পাসধারীদের সচিবালয়ের প্রবেশ পাস বাতিল করা হয়েছে৷ সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়েছে সাংবাদিকদের প্রবেশ নিয়েও৷ এ ঘটনায় অস্থায়ী স্বল্পমেয়াদী পাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেলের কার্যক্রম শুরু হয়েছে। নেওয়া হচ্ছে অস্থায়ী পাসের আবেদন।

রোববার (২৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল থেকে এ তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখে গেছে, সকাল থেকে বিশেষ সেলের কার্যক্রম শুরু হয়েছে৷ এখানে সাংবাদিকসহ অন্যান্য অস্থায়ী বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট ফরম পূরণ করে অস্থায়ী পাস নিচ্ছেন৷ ফরম পূরণে সময় আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের ফটোকপি, কর্মকর্তা-কর্মচারীদের আগের যে কার্ড রয়েছে সেটির ফটোকপি দিয়ে নির্ধারিত আবেদন ফরমসহ সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্রসহ জমা দিতে হবে৷ তারপর সেল থেকে তিন দিনের মধ্যে আবেদনকারীকে জানানো হবে৷  

সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল থেকে সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবেদনকারীর ফোন নম্বরে আবেদনের অবস্থা সম্পর্কে জানানো হবে। যারা পাস পাবেন তাদের মেয়াদ হতে পারে ১৫ দিন বা এক থেকে তিন মাস।

এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টর্স ফোরাম (বিএসআরএফ)। বৈঠকে সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, উবায়দুল্লাহ বাদল, মিজানুর রহমান চৌধুরী, মাহমুদ আকাশ, মো. রাকিব হাসান, মহসীনুল করিম লেবু, আয়নাল হোসেন উপস্থিত রয়েছে। তাদের সঙ্গে আছেন সংগঠনের সদস্য আমিরুল ইসলাম, এম এ নোমান, শাহনাজ বিশ্বাস ইয়াসমিন, মো. আরীফ হোসেন, মো. শামছুল ইসলাম, হাসিফ মাহমুদ শাহ ও ইসমাইল হোসাইন রাসেল।

এর আগে শনিবার রাতে সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়৷ এতে সই করেছেন উপসচিব মো. আমিনুল ইসলাম।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করার নিমিত্ত ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবির্ণত কর্মকর্তা/কর্মচারীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত সেলে দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে সংযুক্ত করা বিশেষ এ সেলে দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈকে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।