ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হত্যা মামলা: নড়াইলে নারী ইউপি সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
হত্যা মামলা: নড়াইলে নারী ইউপি সদস্য গ্রেপ্তার মুসলিমা বেগম

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে গৃহবধূ খাদিজা খাতুন (৪২) হত্যা মামলায় পেড়লী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মুসলিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে তাকে উপজেলার চাচুড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মুসলিমা কালিয়া উপজেলার পেড়লী গ্রামের গরু ব্যবসায়ী মঈনুল ফকিরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোলী গ্রামের রোমিও সিকদারের স্ত্রী খাদিজা তাদের প্রতিবেশী জুবেল সিকদারের সঙ্গে পরকীয়ায় জড়ায়। এ নিয়ে স্বামীর সঙ্গে কলহের এক পর্যায়ে গত ২২ ডিসেম্বর (রোববার) প্রতিবেশী ইউপি সদস্য মুললিমা ও তার ছেলে মিঠু ফকিরের (জুবেলের ভগ্নিপতি) সহায়তায় দুই সন্তানের মা খাদিজা প্রেমিক জুবেল সিকদারের বাড়ি গিয়ে ওঠেন। সেখানে অবস্থানকালে পরদিন ২৩ ডিসেম্বর (সোমবার) জুবেলের বড় ভাই জাহিদুল সিকদার খাদিজাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে খাদিজা গুরুতর আহত হলে জুবেলের পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ডিসেম্বর (বুধবার) খাদিজা মারা যান। খুমেক হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে খাদিজার বাবার বাড়ির লোকজন যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে নিয়ে যাওয়ায় ঘটনাটি এলাকায় বিলম্বে জানাজানি হয়।  

নিহত খাদিজার বাবা আব্দুল্লাহ মোল্লা বাদী হয়ে মুসলিমাসহ ছয়জনকে আসামি করে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, খাদিজা হত্যাকাণ্ডের মামলায়  ইউপি মেম্বার মুসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।