ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া: সারজিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া: সারজিস গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন রজিস আলম

পঞ্চগড়: টাকা খেয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন দল-গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

তিনি বলেছেন, ভারতের যারা সাংবাদিকতা করেন, তাদের নিজেদের আত্মসম্মান রক্ষার জন্য এরকম ভণ্ডদের প্রতিহত করা উচিত। কারণ তারা তাদের দেশের মিডিয়ার স্ট্যান্ডার্ড। এই ফালতু কাজগুলোর মাধ্যমে নিজেদের স্ট্যান্ডার্ড কমিয়ে আনছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়কদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে সরকারি অডিটোরিয়াম চত্বরে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন সারজিস আলম।

তিনি আরও বলেন, বাংলাদেশের নানা ইস্যু নিয়ে ভুল তথ্য দিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা সংবাদ উপস্থাপন করছে। আমাদের জায়গা থেকে একটা স্পষ্ট কথা বলি, বাংলাদেশে আমরা সবাই ভাই। আমাদের ভেতরে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, আছে। আমার ও আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসেবেই বসবাস করে আসছি। কিন্তু ভারতীয় গণমাধ্যম যে ভুল তথ্য ছড়াচ্ছে তাতে বোঝা যাচ্ছে এরা মিডিয়া না, এগুলো মিডিয়া নামক দালাল এবং এগুলো হচ্ছে পেইড এজেন্ডা।  

সারজিস আলম বলেন, ভারতের নিউজ চ্যানেলে মেরুদণ্ডহীন কিছু উপস্থাপক রয়েছেন, যাদের চেহেরা দেখলে মাথায় বিনোদন আসে, ট্রল আসে। তারা এখন শুধু পঞ্চগড় কেন্দ্রিক নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ইস্যু নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা মনে করি যে, বাংলাদেশে যতটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, তার ১০ ভাগের একভাগ ভারতে নেই। এই বাংলাদেশে হিন্দু ও সনাতন ধর্মাবলম্বী ভাইরা যতটা নিরাপদ এবং আমরা যতটা ভাই-বন্ধুর মতো থাকি; ওই ভারতে মুসলমানরা কিন্তু ততটা নিরাপত্তা পান না। মোদী একজন উগ্র সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী। তিনি গুজরাটে মুসলমানদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।