ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জাহাজে খুন হওয়া ৭ জনের মরদেহ হস্তান্তর, তদন্ত কমিটি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
জাহাজে খুন হওয়া ৭ জনের মরদেহ হস্তান্তর, তদন্ত কমিটি  নিহতদের স্বজনদের হাতে টাকা তুলে দিচ্ছেন জেলা প্রশাসক

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর মাঝেরচরে জাহাজে খুন হওয়া সাতজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনাটি তদন্তের জন্য কমিটি করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা রোডে মর্গের পাশে মরদেহগুলো পরিবারের কাছে  হস্তান্তর করা হয়।

এসময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন ২০ হাজার টাকার চেক ও নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান নগদ ১০ হাজার টাকা করে নিহত প্রত্যেকের পরিবারের অভিভাবকের হাতে তুলে দেন।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মেঘনা নদীতে দুর্ঘটনার কবলে পড়া সার বোঝাই এমভি আল বাখেরা নামক জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ পুলিশ। এসময় গুরুতর জখম অবস্থায় একজনকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে সাতজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়।  

নিহতরা হলেন জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া (৬০), সুকানি আমিনুল মুন্সী (৪০), লস্কর শেখ সবুজ (৩৫), লস্কর মো. মাজেদুল (১৬), লস্কর সজিবুল ইসলাম (২৬), ইঞ্জিনচালক মো. সালাউদ্দিন (৪০) ও বাবুর্চি কাজী রানা (২৪)।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বিকেলে আমরা নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান করে কোস্টগার্ড, নৌ পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধি নিয়ে তদন্ত কমিটি করে দিয়েছি। এ কমিটি আমাদের ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। আজই এ ঘটনায় মামলা হবে। নিহতদের পরিবারের পক্ষ থেকে একজন বাদী হয়ে হাইমচর থানায় মামলা করবেন।

আরও পড়ুন:
জাহাজে ‘ডাকাতি নয়’, আলামত দেখে ‘ভিন্ন সন্দেহ’ স্বজনদের

পরিচয় মিলেছে জাহাজে নিহতদের

চাঁদপুরে জাহাজে নিহতের সংখ্যা বেড়ে ৭

মেঘনায় নোঙর করা জাহাজে মিলল ৫ মরদেহ

আল বাখেরা জাহাজের ৭ শ্রমিক খুন: শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।