ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে টমটম চাপায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
বরিশালে টমটম চাপায় কিশোর নিহত মুলাদী থানা: ফাইল ফটো

বরিশাল: বরিশালের মুলাদীতে ইটভাটার জন্য লাকড়ি নিয়ে রওনা দেওয়া অবৈধ টমটমের চাপায় কিশোর নিহত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মুলাদীর প্রত্যন্ত নোমরহাট এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত কিশোর মো. শাওন হোসেন (১৬) উপজেলার জালালাবাদ গ্রামের বাসিন্দা চা দোকানি মো. বেল্লাল হোসেনের ছেলে।

পরিবারের বরাতে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, উপজেলার প্রত্যন্ত নোমর হাট বাজারের চায়ের দোকানের জন্য পানি আনতে বের হয় শাওন। এ সময় উপজেলার সোনমদ্দি বাজার থেকে ইটভাটার জন্য লাকড়ি নিয়ে রওনা দেওয়া টমটম পেছন থেকে শাওনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চাপা দেয়। এতে গুরুতর আহত শাওনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, পরিবার থেকে এ বিষয়ে কোনো অভিযোগ দেবে না। তাই বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।