নাটোরের সিংড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় মো. নাহিদ হোসেন (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ হোসেন ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বাংলানিউজকে জানান, স্কুলের টিফিনের সময় শিক্ষার্থীরা মাঠে ফুটবল খেলতে যায়। খেলা চলাকালীন ফুটবল ছোড়াকে কেন্দ্র করে ওই স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী নাহিদ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাব্বি ও তৌফিকের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এসময় নাহিদ গুরুতর আহত হয়।
পরে শিক্ষক ও নাহিদের আত্মীয়-স্বজনরা মাথায় পানি দিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি বলেন, নিহত নাহিদের মরদেহ থানায় আনা হয়েছে। তবে এ বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
আরএ