ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ছিনতাই রোধে ঢাকায় শেষ রাতে টহল বাড়াতে পুলিশকে নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
ছিনতাই রোধে ঢাকায় শেষ রাতে টহল বাড়াতে পুলিশকে নির্দেশ

ঢাকা: রাজধানী ঢাকায় ছিনতাই রোধ করতে শেষ রাতে পুলিশকে টহল বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৫ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।

 

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ঢাকায় ছিনতাই বেড়ে গেছে- এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঢাকায় ছিনতাই বেড়ে গেছে, এজন্য আমরা পুলিশকে নির্দেশনা দিয়েছি। শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়, সেজন্য শেষ রাতে যাতে টহলটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। শেষ রাতে এটা বেশি হয়। আপনারা যে কথাটা বলেছেন, এটার সঙ্গে আমিও দ্বিমত করব না। সত্যি কথা বলেছেন। ছিনতাই যাতে কমিয়ে আনা যায়, একেবারে দূর করা যায়। তবে এটা অ্যালার্মিং কিছু না।

তিনি বলেন, সভায় ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক সমস্যার বিষয়েও আলোচনা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে। তবে দিবসগুলোকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই। ১৬ ডিসেম্বর সবাই যাতে ভালোভাবে উদ্‌যাপন করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আইন-শৃঙ্খলার দায়িত্ব যাদের তারা যাতে এটা ভালোভাবে পালন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্য বছর যেভাবে হয় এবারও  ১৬ ডিসেম্বর কিংবা ২৫ ডিসেম্বর সেভাবে পালিত হবে।

ইজতেমা নিয়ে প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে একটা আলোচনা হয়েছে। তাবলিগ জামাতের সঙ্গে আমরা আগামী ১৮ ডিসেম্বর আবার বসব। এর আগে যেভাবে হয়েছে এবারও সেভাবেই ইজতেমা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসকে/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।