ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে কলেজছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
শিবচরে কলেজছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে আইরিন আক্তার মুক্তি (১৭) নামে এক কলেজছাত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।  

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যাদুয়ারচরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বাবা ফরহাদ গোমস্তা গা ঢাকা দিয়েছেন।

জানা গেছে, অনেক দিন ধরেই স্ত্রী নাজমা বেগমের সঙ্গে ফরহাদ গোমস্তার ঝগড়া চলছে। রোববার সকালে মুক্তির ঘুম থেকে দেরিতে ওঠা নিয়ে বাবার সঙ্গে তার তর্ক হয়।  একপর্যায়ে ফরহাদ কাঠ দিয়ে মুক্তিকে পেটাতে থাকেন। এসময় মাথায় আঘাত লাগলে মুক্তির মাটিতে লুটিয়ে পড়ে। এ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মুক্তির মৃত্যু হয়।  

নিহতের মা নাজমা বেগম বলেন, আমি রান্না করতেছিলাম। ঘরের মধ্যে চেঁচামেচির শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি মেয়ে মাটিতে পড়ে আছে। আশেপাশের লোকজনও তখন ছুটে আসে। হাসপাতালে নিতে নিতেই মেয়েটা মারা গেল।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা আক্তার বলেন, সকালে মেয়েটির মা মৃত অবস্থায় মেয়েটিকে নিয়ে হাসপাতালে আসেন। শরীরে আঘাতের পাশাপাশি মাথায় গুরুতর আঘাত ছিল।  

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোকতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের বাবা পলাতক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।