ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবীদের মানববন্ধন

রাঙামাটি: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ ও মানববন্ধন করেছে রাঙামাটির আইনজীবীরা।  

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জেলা আদালত ভবনের মূল ফটকের সামনে এ প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একজন আইনজীবী তার এমন কি অপরাধ ছিল যে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। এমন অমানবিক, বর্বর কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।  

এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আইনজীবীদের পক্ষ থেকে পুরো দেশে আন্দোলন অব্যাহত রাখা হবে বলে জানানো হয়।

 জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় সিনিয়র অ্যাডভোকেট মোক্তার আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব চাকমা, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গাফফার মুন্নাসহ অন্যরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।