ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল-পেট্রাপোলে মৈত্রী দুয়ারের কার্যক্রম শুরু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
বেনাপোল-পেট্রাপোলে মৈত্রী দুয়ারের কার্যক্রম শুরু

ঢাকা: বেনাপোল-পেট্রাপোলের মৈত্রী দুয়ার ও যাত্রী টার্মিনালে বুধবার (২৭ নভেম্বর) থেকে কার্যক্রম শুরু হয়েছে।  এখানের ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে মালামাল আনা নেওয়া ও যাত্রী চলাচল শুরু হওয়ায় আন্তঃসীমান্ত বাণিজ্যও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ অক্টোবর বেনাপোল-পেট্রাপোলের মৈত্রী দুয়ার ও যাত্রী টার্মিনাল উদ্বোধন করেন।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দরটি বাণিজ্য ও যাত্রী চলাচলের ক্ষেত্রে উভয় দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত ক্রসিংগুলোর মধ্যে একটি। প্রায় ৭০ শতাংশ স্থলভিত্তিক বাণিজ্য এবং ভারত ও বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের প্রায় ৩০ শতাংশ (মূল্য অনুসারে) ওই স্থলবন্দর দিয়ে হয়।  

পেট্রাপোল স্থলবন্দরটি ভারতের অষ্টম বৃহত্তম আন্তর্জাতিক অভিবাসন বন্দর এবং ভারত ও বাংলাদেশের মধ্যে বার্ষিক সাড়ে ২৩ লাখের বেশি যাত্রীদের চলাচলের সুবিধা দেয়। ভারত ও বাংলাদেশ ভ্রমণে পেট্রাপোলে নতুন প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং এই অঞ্চলের অবকাঠামোতে একটি উল্লেখযোগ্য সংযোজন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
টিআর/এএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।