ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় মাগুরায় বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় মাগুরায় বিক্ষোভ 

মাগুরা: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার করাকে কেন্দ্র করে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে আইনজীবীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাগুরা জজ কোটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বুধবার (২৭ নভেম্বর) সকালে মাগুরা জজ আদালত চত্বরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি খান রোকনুজ্জামানের সভাপতিত্বে বক্তারা বলেন, চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় এক আইনজীবী খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের মাধ্যমে বিচার করতে হবে।  

বক্তারা আরও বলেন, সম্প্রতি একটি গোষ্ঠী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র চালাচ্ছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট রশিদ, কুমুদ রঞ্জন বিশ্বাস, তরিকুল ইসলাম কবির, মনিরুল ইসলাম কামুল, বিজ্ঞ বিপি সাখাওয়াত হোসেনসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে শেষে মিছিল বের হয়। মিছিলটি শহরের চৌরাঙ্গী মোড় ঘরে জজ কোটে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।