ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে বাসের ধাক্কায় নুর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

শনিবার (১২ অক্টোবর) বিকেলে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

শুক্রবার (১১ অক্টোবর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।  

নিহত নুর ইসলাম ভাঙ্গা পৌরসভার নুরপুর গ্রামের বাসিন্দা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আনাম জানান, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আমরা সিসিটিভি ফুটেজ দেখে পরিবহনকে শনাক্ত করার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।