ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবন ঘুরে দেখলেন ২১ দেশের ৭৫ সেনা কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
সুন্দরবন ঘুরে দেখলেন ২১ দেশের ৭৫ সেনা কর্মকর্তা সুন্দরবন ঘুরে দেখছেন ২১ দেশের ৭৫ সেনা কর্মকর্তা

বাগেরহাট: বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ঘুরে দেখলেন বিশ্বের ২১ দেশের ৭৫ জন সেনা কর্মকর্তা। সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ বিভিন্ন এলাকা ঘুরে সন্তোষ প্রকাশ করেছেন সেনা কর্মকর্তারা।

 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির এ তথ্য জানান।



হাওলাদার মো. আজাদ কবির বলেন, বিশেষ প্রশিক্ষণ সফরে বুধবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার ও নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তারা করমজলে প্রবেশ করেন। তারা সুন্দরবন ঘুরে দেখেছেন। এসব কর্মকর্তাদের কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। পরে দুপুরের দিকে তারা সুন্দরবন ত্যাগ করেন।

তিনি আরও বলেন, আমরা বিদেশি সেনা কর্মকর্তাদের সুন্দরবন ঘুরিয়ে দেখিয়েছি। সুন্দরবন সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। তারা করমজল বন্যপ্রাণী কেন্দ্র ঘুরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।