ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে নিখোঁজ তামিরুল মিল্লাতের ছাত্র কাউসারের সন্ধান মেলেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
যাত্রাবাড়ীতে নিখোঁজ তামিরুল মিল্লাতের ছাত্র কাউসারের সন্ধান মেলেনি নিখোঁজ মাদরাসাছাত্র মো. কাউসার খান

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া এক মাদরাসা শিক্ষার্থী মো. কাউসার খানের (১৪) এখনো সন্ধান মেলেনি।

এর আগে, শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সে নিখোঁজ হয়।

এ বিষয়ে রোববার ২৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জানা যায়, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা যাত্রাবাড়ি শাখার অষ্টম শ্রেণির ছাত্র কাউসার খান। পল্টন থানা বিএনপি নেতা মো. জহির হোসেন খানের ছেলে কাউসার।  

জিডি থেকে জানা যায়, গত শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাসা থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হলেও মাদরাসায় যায়নি সে। বাসায়ও ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। যদি কেউ শিক্ষার্থী কাউসারের সন্ধান পান, এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল: ০১৭১১২২৫৩৭০।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।