ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

নড়াইলে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইভাই গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
নড়াইলে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইভাই গ্রেপ্তার নড়াইলের লোহাগড়ায় পিস্তলসহ আটক দুই ভাই বাবুল ও বিপুল

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি বিদেশি পিস্তলসহ বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখ (৩৫) -কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার কুন্দসী গ্রামের ভাড়াবাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

তারা উপজেলার মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার শেখের ছেলে।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল উপজেলা কুন্দসী এলাকায় অভিযান চালায়। ওই এলাকার একটি ভাড়াবাসা থেকে গেপ্তার করা হয় ধলা বাবুল ও তার ভাই বিপুলকে।  

এ সময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।