ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ৩

সাতক্ষীরা: অবৈধভা‌বে ভার‌তে যাওয়ার সময় সাতক্ষীরার কালিয়ানী মণ্ডলপাড়া সীমান্ত থে‌কে তিন বাংলা‌দে‌শি নাগ‌রি‌ককে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি।  

সোমবার (২৩ সে‌প্টেম্বর) মধ্যরা‌তে তা‌দের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হ‌লেন- ‌জেলার আশাশু‌নি উপজেলার কামালকা‌টি গ্রা‌মের উদয় কান্তি বাহারের ছে‌লে উৎসব নারায়ণ বাহার (২৭), অরবিন্দু বাহারের ছে‌লে শুভ বাহার (২৪) ও গণেশ চন্দ্র মণ্ডলের ছে‌লে উত্তম মণ্ডল (২০)।  

তাদের ম‌ধ্যে উৎসবের শ্বশুরবাড়ি ভার‌তের ২৪ পরগণা জেলার পাচুরিয়া গ্রা‌মে। বর্তমানে তার স্ত্রী ভারতে অবস্থান করছেন।

বর্ড‌ার গার্ড বাংলাদেশ (বি‌জিবি) জানায়, কালিয়ানী মণ্ডলপাড়া সীমা‌ন্ত দিয়ে কয়েকজন অবৈধভাবে ভার‌তে যাওয়ার চেষ্টা করছেন-এমন খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে তিন বাংলা‌দে‌শি নাগ‌রি‌ককে আটক করে।  

জিজ্ঞাসাবাদে আটক তিনজন জা‌নি‌য়ে‌ছেন, চাকরির খোঁজে তারা ভারতীয় পাচারকারী শুধয়বাসকের (৪৫) মাধ্যমে ভারতে প্র‌বে‌শের চেষ্টা কর‌ছিলেন।  

তাদের ব্যাগ তল্লাশি করে একটি ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন পাওয়া গেছে।  

‌বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়‌নের অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক তিনজন‌কে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।  

এদি‌কে বি‌বি‌জি সাতক্ষীরার কলা‌রোয়া উপজেলার চান্দু‌ড়িয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেন‌সি‌ডিল উদ্ধার ক‌রে‌ছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।