ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি মজিদ খান দুইদিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
সাবেক এমপি মজিদ খান দুইদিনের রিমান্ডে মো. আব্দুল মজিদ খান

হবিগঞ্জ: হবিগঞ্জ-২ আসনের সাবেক (তিনবারের) এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ খানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এ আদেশ দেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার তদন্তকারী কর্মকর্তা ও হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া তার রিমান্ড আবেদন করেছিলেন।

এর পরিপ্রেক্ষিতে সোমবার মজিদ খানকে আদালতে উপস্থিত করা হলে বিচারক তার উপস্থিতিতে শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুনরায় তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত পুলিশের পরিদর্শক মো. নাজমুল হোসেন বাংলানিউজকে এ তথ্য দিয়েছেন।

এর আগে ছাত্র আন্দোলন চলাকালে গত ০৫ আগস্ট বানিয়াচং থানার সামনে গুলিবিদ্ধ হয়ে নয়জন নিহত হন। এ মামলায় গত ১০ ফেব্রুয়ারি মজিদ খানকে ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে এনে ১৮ ফেব্রুয়ারি আরও একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।