ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মব জাস্টিস ও কিলিং মিশন সমর্থন করে না সরকার: নাহিদ ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
মব জাস্টিস ও কিলিং মিশন সমর্থন করে না সরকার: নাহিদ ইসলাম

নোয়াখালী: মব জাস্টিস ও কিলিং মিশন অর্ন্তবর্তীকালীন সরকার সমর্থন করে না। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

এছাড়া এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে একপক্ষ সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জেলায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব আলাওল কবির, সেনাবাহিনী মেজর নাফিস, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।