ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে আন্দোলনে নিহতদের পরিবারের মধ্যে জামায়াতের আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৪
মাদারীপুরে আন্দোলনে নিহতদের পরিবারের মধ্যে জামায়াতের আর্থিক সহায়তা

মাদারীপুর: কোটা সংস্কার আন্দোলনে মাদারীপুরে নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী।  

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ঘটমাঝি এলাকায় সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ।

জানা যায়, মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে তিনজন নিহত হয়েছেন। এছাড়া রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মারা গেছেন মাদারীপুরের আরও ১২ জন। মোট নিহত ১৫ জনের পরিবারের মধ্যে ১১ জনের পরিবার সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে মোট ১১ জনের পরিবারকে ২২ লাখ টাকা আর্থিক সহায়তা করা হয় জামায়েত ইসলামী সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও আহতের চিকিৎসার ব্যয় বহনের কথা জানান সংগঠনের নেতারা।  

এর আগে নিহতের কবর জিয়ারত করেন জামায়েত ইসলামীর সদস্যরা। পরে কথা বলেন নিহতের স্বজনদের পাশে থাকারও আশ্বাস দেন তারা।

জামায়াতে ইসলামীর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সোবহান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, মাদারীপুর জেলা আমির আব্দুছ সোবহান খান, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোকলেসুর রহমানসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।