ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জের পদ্মা, যমুনা ও ধলেশ্বরী নদীর পানি কমেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
মানিকগঞ্জের পদ্মা, যমুনা ও ধলেশ্বরী নদীর পানি কমেছে

মানিকগঞ্জ: ভারতের ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা রয়েছে। তবে মানিকগঞ্জের ভেতর দিয়ে প্রবাহিত পদ্মা, যমুনা, ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীর পানি কমতে শুরু করেছে।

 

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বিআইডব্লিউটিএ এমন তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ওপর দিয়ে উত্তাল পদ্মা নদী বয়ে গেছে। এই নদীতে বর্তমানে পানির স্তর রয়েছে ৭.০২ মিটার, যা গতকাল ছিল ৭.২৪ মিটার। পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় ২২ মিটার পানি কমেছে এবং ৮.০২ মিটার পানির বিপদসীমা নির্ধারণ করা হয়েছে।  

শিবালয় উপজেলার আরিচা পয়েন্টের যমুনা নদীতে বর্তমানে পানির স্তর ৭.৪৫ মিটার, যা গতকাল ছিল ৭.৪৮ মিটার। গত ২৪ ঘণ্টায় কমেছে ৩ মিটার পানি এবং বিপদসীমা নির্ধারণ করা হয়েছিল ৮.৫৪ মিটার।  

জেলার অভ্যন্তরীণ ধলেশ্বরী নদীর পানি বর্তমানে ৪.৯৬ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গতকাল ছিল ৫.০৪ মিটার। এই নদীতে ২৪ ঘণ্টায় পানি কমেছে ৮ মিলিমিটার এবং বিপদসীমা নির্ধারণ করা হয়েছে ৭.৮০ মিটার। অপরদিকে কালিগঙ্গা নদীর পানি কমেছে গত ২৪ ঘণ্টায় ৮ মিলিমিটার। এই নদীর পানি বিপদসীমা নির্ধারণ করা হয়েছিল ৭.৬৩ মিটার।  

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনু উদ্দিন বলেন, মানিকগঞ্জের ভেতর দিয়ে প্রবাহিত সব কয়েকটি নদীর পানির স্তর বিপদসীমা অনেক নিচে রয়েছে। এছাড়া পদ্মা, যমুনা, ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীর পানি কমতে শুরু করেছে। আমরা ধারণা করছি আগামী এক সপ্তাহে জেলার নদীগুলোতে পানি বাড়ার সম্ভাবনা নেই।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।