ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ

বগুড়া: ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে শহরে অনুষ্ঠিত সমাবেশে বগুড়ায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যম কর্মী ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন।

এ সময় বক্তারা বলেন, হামলায় জড়িতদের বিষয়ে বিভিন্ন মিডিয়ায় ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে, এসব দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে একই এলাকায় অবস্থিত ৭টি মিডিয়া হাউজে হামলা চালানোর কারণ অনুসন্ধান করা জরুরি।  

তারা বলেন, গণমাধ্যমের কাজই হলো সত্য প্রকাশ করা। সেখানে হামলা চালানোর অর্থ স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করা। একারণে অবিলম্বে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে সরকারকে নিশ্চিত করতে হবে তারা স্বাধীন সাংবাদিকতার পথে কোনো বাধা আসতে দেবেন না।

সমাবেশে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সহ-সভাপতি এসএম কাওছার, সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেহমান, কবি ও ছোটকাগজ সম্পাদক আজিজার রহমান তাজ, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভারানী সরকার পূর্ণিমা প্রমুখ বক্তব্য রাখেন।

কালের কণ্ঠ’র বগুড়া প্রতিনিধি জেএম রউফের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট কাওছার উল্লাহ আরিফ, ডেইলি সান’র প্রতিনিধি মনিরুল ইসরাম মারুফ, সিনিয়র সাংবাদিক এএইচএম আখতারুজ্জামান, সাজ্জাদ হোসেন পল্লব, ইলিয়াস হোসেন, সঙ্গীত রায় বাপ্পী, তানসেন আলম, গৌরব চন্দ্র দাস, আব্দুল বারী মামুন, জিয়াউর রহমান, সাজেদুর রহমান সবুজ, মেজবাউল ইসলাম, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, যমুনা থিয়েটারের সভাপতি খায়রুল আলম, উদীচী সারিয়াকান্দি শাখার সাধারণ সম্পাদক শাহাদত জামান, বগুড়া বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক রাশেদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।