ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

লুট হওয়া ৩ মোটরসাইকেল ফিরিয়ে দিলেন ছাত্ররা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
লুট হওয়া ৩ মোটরসাইকেল ফিরিয়ে দিলেন ছাত্ররা

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া তিনটি মোটরসাইকেল ও একটি পানির মোটর ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা।

শ্যামনগর প্রেস ক্লাবের সদস্যদের সহযোগিতায় মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাইজুল ইসলামের কাছে এগুলো হস্তান্তর করেন তারা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্যামনগরের সমন্বয়ক মাসুম বিল্লাহ, জাহিদ হাসান, সিয়াম, নাজমুল, মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্যামনগর থানার ওসি তাইজুল ইসলাম জানান, লুট হওয়া মোটরসাইকেল ও পানির মোটর ফিরিয়ে দিয়ে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন ছাত্ররা।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।