ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ সেনা ক্যাম্পে জমা দেওয়ার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ সেনা ক্যাম্পে জমা দেওয়ার আহ্বান

ঢাকা: থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ নিকটস্থ সেনা ক্যাম্পে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা সেনাবাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন থানা ও কারাগার হতে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের কিছু ঘটনা ঘটেছে। এক্ষেত্রে কারো কাছে রক্ষিত এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ অথবা এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে অতি দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জমা অথবা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।