ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ড. ইউনূসের নেতৃত্বে রাত ৮টায় শপথ নেবে অন্তর্বর্তী সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
ড. ইউনূসের নেতৃত্বে রাত ৮টায় শপথ নেবে অন্তর্বর্তী সরকার

ঢাকা: প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাতে শপথ নেবে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাত ৮টায় বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হবে।

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে ১৫ জন উপদেষ্টা শপথ নেবেন।

শপথ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে বঙ্গভবন কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

এর আগে দুপুর ২টার পর দেশে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনী প্রধান, পুলিশের নবনিযুক্ত আইজিপিসহ বিভিন্ন বাহিনী প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একই দিন দেশ ছেড়ে ভারতের পালিয়ে যান টানা চারবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
এমইউএম/এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।