ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটের এমপি হাবিবের কার্যালয় ভাঙচুর ও আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
সিলেটের এমপি হাবিবের কার্যালয় ভাঙচুর ও আগুন

সিলেট: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমানের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে হামলাকারীরা।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এটা করেছে, খোঁজ নেওয়া হচ্ছে।

যোগাযোগ করা হলে সংসদ সদস্য হাবিবুর রহমান বলেন, আমার বন্ধ থাকা কার্যালয়ে জামায়াত-বিএনপির সদস্যরা ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীদের একটি দল অতর্কিতভাবে মিছিল নিয়ে গিয়ে সেমি পাকা কার্যালয়টি ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়াসহ ১১টি মোটরসাইকেলে ভাঙচুর করা হয়।

এদিকে সন্ধ্যার দিকে পুলিশ দুটি গাড়ি ও পুলিশ ক্যাম্পে হামলা ও ভাঙচুর করা হয়।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
এনইউ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।