ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ঢেপা নদীতে নেমে যুবক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
দিনাজপুরে ঢেপা নদীতে নেমে যুবক নিখোঁজ প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুর শহরের বাঙ্গীবেচা এলাকার ঢেপা নদীতে নেমে মুহিন বর্মন (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

রোববার (২৮ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মুহিন জেলা শহরের গোশাইপুর এলাকার মানু বর্মনের ছেলে। তিনি স্থানীয় জাহানারা কোল্ড স্টোরেজের শ্রমিক ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে কোল্ড স্টোরেজে কাজ শেষে বাসায় ফিরে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢেপা নদীতে ঝিনুক তুলতে যান মুহিন বর্মন। ঝিনুক কুড়ানোর এক পর্যায়ে পানিতে তলিয়ে যেতে থাকেন মুহিন। এ সময় স্ত্রী তাকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হলে চিৎকার দেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে নদীতে নেমে মুহিনকে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করে। তবে দিনাজপুরে ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানান পরিবার ও স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, মুহিন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।