ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘দেশে বিষধর সাপের মধ্যে শীর্ষে কেউটে-রাসেলস ভাইপার ৩য়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
‘দেশে বিষধর সাপের মধ্যে শীর্ষে কেউটে-রাসেলস ভাইপার ৩য়’

কুমিল্লা: কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শাহআলম বলেছেন, কুমিল্লায় রাসেলস ভাইপারের উপস্থিতির কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশে বিষধর সাপের মধ্যে শীর্ষে রয়েছে কেউটে সাপ।

এই সাপের কারণে দেশে বেশি মানুষ মারা যান। দ্বিতীয় অবস্থানে রয়েছে গোখরা সাপ।  রাসেলস ভাইপার রয়েছে তৃতীয় স্থানে। রাসেলস ভাইপারকে আমাদের দেশে চন্দ্রবোড়া ও উলুবোড়া বলে থাকে। কেউটে সাপ গোখরা ও রাসেলস ভাইপার খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে।  

শনিবার (৬ জুলাই) ‘রাসেলস ভাইপার ভয় নয়, সচেতনতায় হবে জয়’ এই শিরোনামে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কুমিল্লা শাখার আয়োজিত এক সেমিনারে এতথ্য তুলে ধরেন তিনি।  

ডা. মুহাম্মদ শাহআলম বলেন, দেশের প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের অ্যান্টিভেনম রয়েছে। তাই কেউ সাপের কামড়ে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে আনতে হবে। ওঝা খুঁজতে গিয়ে সময় নষ্ট করা যাবে না। ওঝা কখনও বিষমুক্ত করতে পারে না। এটা কুসংস্কার মাত্র।  

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লার সভাপতি ডা. আবদুল বাকী আনিস। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নাসিমা আকতার, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম।  

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কুমিল্লা শাখার সভাপতি ডা. চিন্ময় কুমার সাহার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- প্রফেসর ডা. তারেক আহমেদ, ডা. মাহবুবুল ইসলাম মজুমদার, প্রফেসর মাখন লাল পাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নীহার রঞ্জন মজুমদার, ডা. মামুনুর রশিদ ভুঁইয়া ও ইবনেসিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড মুহাম্মদ নিয়াজ মাখদুম শিবলী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।