ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ইসকন নিষিদ্ধ দাবির বিক্ষোভ থেকে ‘সন্দেহভাজন’ যুবক আটক 

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
ইসকন নিষিদ্ধ দাবির বিক্ষোভ থেকে ‘সন্দেহভাজন’ যুবক আটক 

সাভার (ঢাকা): চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে হওয়া বিক্ষোভ মিছিল থেকে আতাউর রহমান (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে।  

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করা হয়।

তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। ওই যুবকের বাম হাতে একটি সুতা বাঁধা ছিল।

আটক আতাউর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মাদারি পাড়া গ্রামের আজিবর রহমানের ছেলে বলে জানা গেছে। তাকে সন্দেহভাজন হিসেবে আটক দেখানো হয়েছে।  

পুলিশ জানায়, জুমার নামাজ শেষে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে সাভার উপজেলা উলামা পরিষদ। বিক্ষোভ মিছিলে আটক যুবকের বাম হাতে একটি সুতা বাঁধা ও ডান হাতে একটি ছুরি দেখতে পায় অন্যান্য বিক্ষোভকারীরা। এসময় অন্যান্য বিক্ষোভকারীদের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।  

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, আটক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার নামাজ শেষে সাভার  ও আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ছাত্র-জনতা, উলামা পরিষদ ও স্থানীয় মুসল্লিরা। সাইফুল ইসলাম আলিফ হত্যার পর থেকে সংগঠনটি নিষিদ্ধের দাবি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ-মিছিল চলছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।