ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিমলায় তিস্তার পানি বিপৎসীমার ২০ সে.মি. নিচে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
ডিমলায় তিস্তার পানি বিপৎসীমার ২০ সে.মি. নিচে সংগৃহীত ছবি

নীলফামারী: নীলফামারীর ডিমলায় গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের সিকিমের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে ৫১ দশমিক ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে উপজেলার বিভিন্ন এলাকায়।

পানি বেড়ে কিছু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। নদীর তীরবর্তী এলাকা উপজেলার খগাখড়িবাড়ী, খালিশা চাঁপানীর বাইশপুকুর, টেপা খড়িবাড়ী, ঝুনাগাছ চাঁপানী, পূর্ব ছাতনাই ইউনিয়নসহ বেশকিছু এলাকায়। নদীর আশপাশের পরিবারগুলো পানিবন্দিসহ কৃষিক্ষেত তলিয়ে রয়েছে পানির নিচে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে পানি বৃদ্ধি পাওয়ায় দুপুর ১২টা পর্যন্ত ৫১ দশমিক ৮৫ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। বিকেল ৩টার দিকে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছে ডালিয়া পাউবো। পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পাউবো।

টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণে বন্যা দেখা দেওয়ার কারণে এলাকার পূর্বখড়িবাড়ী ও চরখড়িবাড়ী এলাকার একটি বালির বাঁধ ভেঙে গেছে। যা স্থানীয়ভাবে আমরা মেরামতের উদ্যোগ নিয়েছি।

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা বলেন, তিস্তা নদীর পানি সোমবার (১ জুলাই) রাত থেকে বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের জলকপাট খুলে দেওয়া হয়েছে। তিস্তাপাড়ের মানুষকে সর্তক করার পাশাপাশি সব ধরনের দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।

এদিকে, পানি বৃদ্ধি পাওয়ায় সার্বক্ষণিক এলাকার খোঁজ-খবর নিচ্ছেন ডিমলার ইউএনও উম্মে সালমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান।  

পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, এখনও কোনো রেড অ্যালার্ড জারি করার মতো পরিস্থিতি হয়নি। তবে আমরা সবসময় পর্যবেক্ষণ করছি।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।