ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় ধরা পড়ল ২৯ কেজির বাঘাইড়, ৩৮ হাজারে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
পদ্মায় ধরা পড়ল ২৯ কেজির বাঘাইড়, ৩৮ হাজারে বিক্রি

রাজবাড়ী: জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ২৯ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি বিক্রি হয় ৩৮ হাজার ৪৮০ টাকায়।

 

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ফেরি ঘাটের অদূরে কুশিরহাটা এলাকায় রাম হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া ফেরি ঘাটের মোহন মণ্ডলের আড়তে প্রকাশ্য নিলামে প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা দরে মোট ৩৮ হাজার ৪৮০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

মো. শাহজাহান শেখ জানান, প্রতি কেজি ৫০ টাকা লাভে মাছটি বিক্রয় করার উদ্দেশ্যে নদীতে দড়ি দিয়ে বেধে রাখা হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় মাছ আটকা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।