ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুন ৩, ২০২৪
বোয়ালমারীতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল কৃষকের

ফরিদপুর: জেলার বোয়ালমারীতে অবৈধ বালুবোঝাই ট্রলির ধাক্কায় অলফাত মোল্যা (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।  

সোমবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে ঘটনাটি ঘটে।

নিহত অলফাত মোল্যা উপজেলা সদর ইউনিয়নের চালিনগর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলা সদর ইউনিয়নের চালিনগর অলফাত মোল্যা নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে বিদ্যুতের বিল দিতে পৌর সদরের পল্লী বিদ্যুতের অফিসে আসেন। পরে বিল দিয়ে বাড়ির উদ্দেশ্য যাওয়ার পথে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের আমগ্রাম পৌঁছালে পেছন থেকে একটি বালুবোঝাই ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দা রাশেদ শেখ বলেন, সড়ক দিয়ে অবৈধ ট্রলি চলাচলে মাঝে মধ্যেই এরকম দুর্ঘটনা ঘটছে। কেউবা হারাচ্ছেন প্রাণ, আবার কেউ হচ্ছেন পঙ্গু। অবিলম্বে অবৈধ এসব যানবাহন বন্ধের দাবি জানাই।

এ ব্যাপারে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ট্রলিটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।