ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডোমার পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ১২, ২০২৪
ডোমার পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কারাগারে

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলা নির্বাচনের দিন হামলা–ভাঙচুরের মামলায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। একই মামলায় আরও পাঁচজন আসামি কারাগারে রয়েছেন।

 

রোববার (১২ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৮ মে ডোমার উপজেলা নির্বাচনের ফল ঘোষণার সময় পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। পরে এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসের সহকারী ফারুক হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

কারাগারে থাকা পাঁচ আসামিরা হলেন– উপজেলার ছোট রাউতা ফরেস্ট পাড়া এলাকার আবু সুফিয়ান (৪০), সদর ইউনিয়নের বড় রাউতা থানাপাড়া এলাকার রাকিউল ইসলাম (৪০), চিলাই পাগলা বাজার এলাকার মো. দুলু (৩৮), পশ্চিম বোড়াগাড়ি স্কুলপাড়া এলাকার রিমুন ইসলাম (২৪) ও পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা এলাকার হারুন অর রশিদ (৩০)।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।