ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে এক পশলা বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মে ২, ২০২৪
ফেনীতে এক পশলা বৃষ্টি

ফেনী: সকাল সকাল কয়েক পশলা বৃষ্টি প্রশান্তি এনে দিয়েছিল জনপদে। খরতাপের প্রকৃতিতে এনেছিল শীতল আবহ।

বৃষ্টি দেখে স্বস্তি প্রকাশ করেছিল সব শ্রেণি-পেশার মানুষ।  

তীব্র গরমের পর বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে বজ্রসহ গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয় ফেনীতে। এতে জনমনে স্বস্তি ফিরে আসে। কিন্তু এ বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘণ্টা খানেক পর গরমের তীব্রতায় দেখা দেয় ফের অস্বস্তি। জেলার বেশিরভাগ গ্রামে কয়েক পশলা বৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।  

ফেনী শহরের রাজাঝির দিঘি পাড়ের ফল ব্যবসায়ী ফয়েজ আহম্মদ বলেন, আল্লাহ রহমত বর্ষণ করলেন। শান্তি নামিয়ে দিয়েছিলেন। বৃষ্টি আরও দরকার ছিল।  

কলেজ পড়ুয়া রাফসান জানান, টানা তাপপ্রবাহে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেই সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি বৃষ্টিটা যেন চারপাশকে শীতল করে দিয়েছিল। বৃষ্টি চলে যাওয়ার পর এখন আবার গরম শুরু হয়ে গেছে।  

ফেনী আবহাওয়া অফিস জানায়, ফেনীতে কয়েক পশলায় ৭ দশমিক ০২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে আকাশ মেঘলা বৃষ্টি আরও হতে পারে।  

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ফেনী পাইলট বেলুন পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মে ০২, ২০২৪
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।