ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাবিক আলীকে ফেরত চান তার মা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
নাবিক আলীকে ফেরত চান তার মা আলী হোসেন

বরিশাল: সদ্য বিবাহিত স্ত্রীকে রেখে দুমাস আগে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি আবদুল্লাহর নাবিক হিসেবে জয়েন করেছিলেন বরিশালের সন্তান মো. আলী হোসেন।

আর সাউথ আফ্রিকা থেকে কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে মঙ্গলবার ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়ে জাহাজ এম ভি আবদুল্লাহ।

এরপর জলদস্যুরা জিম্মি করে জাহাজে থাকা ২৩ জন নাবিককে। যাদের মধ্যে ছিলেন বরিশালের সন্তান মো. আলী হোসেন। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারপাড়া গ্রামের ইমাম হোসেন মোল্লার ছেলে।

স্বজনরা জানান, জলদস্যুরা তাদের জিম্মি করার সময় মোবাইল ফোনে বার্তা দিয়ে পরিবারকে আলী জানিয়েছিলেন মুক্তি পাওয়ার আগে আর হয়তো যোগাযোগ হবে না।

এ কথা শোনার পর থেকেই আলী হোসেনের পরিবার রয়েছে উৎকণ্ঠায়।  

আলী হোসেনের স্ত্রী মোসাম্মত ইয়ামনি জানান, আগামী কুরবানির ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর। পরিকল্পনা ছিল দুজন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন। এমন ঘটনার কথা কখনো ভাবেননি। স্বামীকে ফেরত পাওয়া ছাড়া আর কিছুই চাওয়ার নেই তার।  

আলীর বাবা এমাম হোসেন মোল্লা জানান, সামনের কুরবানির ঈদে আলী হোসেনের বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে এসে একসঙ্গে কুরবানি দেওয়ার কথা তার। এখন তো সবকিছু অনিশ্চয়তার পথে চলে গেল।

সন্তান জিম্মি হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই তার মা নামিমা পারভিন আলীকে ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

বিশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত জানান, ছোটবেলা থেকেই মেধাবী আলী হোসেন বিজ্ঞান বিভাগে ২০১৪ সালে মাধ্যমিক পাস করেছিলেন জিপিএ ৫ পেয়ে এর পরে ভর্তি হন নারায়নগঞ্জের মেরিন অ্যাকাডেমিতে, সেখানে চার বছর পড়ালেখা শেষ করে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে ২০২০ সালে চাকরিতে যোগ দেন।

গত দুই মাস আগে কেএসআর এম শিপিং লি. এর নিজস্ব খরচে সাউথ কোরিয়াতে গিয়ে এম ভি আবদুল্লাহ নামের ওই জাহাজে নাবিক হিসেবে কাজ শুরু করেন আলী।

প্রসঙ্গত: বাংলাদেশি মালিকানাধীন সমুদ্রগামী এমভি আব্দুল্লাহ জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিলো। পথিমধ্যে এডেন উপসাগরে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ জাহাজটি আক্রান্ত হয়। তাদের অনেকের হাতে অস্ত্র রয়েছে। সোমালিয়া থেকে প্রায় ৪৫০ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে প্রায় ১০০ দস্যু জাহাজটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে নাবিকেরা নিরাপদে রয়েছেন। নৌপরিবহন মন্ত্রণালয় বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।